রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে মাগুরা জেলা প্রশাসকের মতবিনিময়  

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে মাগুরা জেলা প্রশাসকের মতবিনিময়  

মাগুরার মহম্মদপুর উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, ছাত্রপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম। গত সোমবার মহম্মদপুর,উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের সভাপতিত্বে  বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব মো. আখতারুজ্জামান আক্তার, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. কবির হুসাইন প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম কৃষকের মধ্যে কৃষি উপকরণ, দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলসহ নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশুকল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ করেন।

টিএইচ